ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক সভায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার বিষয়ে জানানো হয়।
সভায় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, ইতোমধ্যেই জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ২৬টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও ব্যবহার করা হবে। এছাড়া গৃহপালিত প্রাণীদের জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক আরও জানান, দুর্যোগ চলাকালীন সময়ে শুকনো খাবারের জন্য ৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল ছাড়াও ১৪৬ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৪ লাখ ৩৮ হাজার টাকা মজুদ রয়েছে।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হুমায়ুন কবির, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আইএইচ

















































































































































































































































































