শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমিকম্পে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আহত ৪১

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১০:১২ এএম

শেয়ার করুন:

ভূমিকম্পে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আহত ৪১

শুক্রবারের ভূমিকম্পে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ ধাক্কাধাক্কির ঘটনায় অন্তত ৪১ শিশু আহত হয়েছে। ভূমিকম্পের সময় শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা হুড়োহুড়ি করে ডরমেটরি থেকে নামতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আহত শিশুদের মধ্যে অন্তত ৩০ জনকে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সবাইকে কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা কেন্দ্রের মেডিকেল টিমের নিয়মিত তত্ত্বাবধানে আছে এবং সবাই নিরাপদ বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


বিজ্ঞাপন


ভূমিকম্পের পরপরই শিশুদের কেন্দ্রের মাঠে নিরাপদ স্থানে আনা হয়। এ সময় সুপারিনটেনডেন্টসহ কেন্দ্রের কর্মকর্তা–কর্মচারীরা শিশুদের কাউন্সেলিং করেন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে ডরমেটরিতে ফিরিয়ে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং গাজীপুর জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। অধিদফতরের মহাপরিচালক নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং যেকোনো জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন।

এই ঘটনায় আহত শিশুদের হাসপাতালে নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সব শিশু এখন নিরাপদে আছে। তাদের সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলার জন্য কেন্দ্রের শিশু ও কর্মীদের বিশেষ সতর্কতামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি কেন্দ্রের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর