শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমিকম্প আতঙ্কে ঢাবির তিন শিক্ষার্থী আহত, খসে পড়েছে পলেস্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্প আতঙ্কে ঢাবির তিন শিক্ষার্থী আহত, খসে পড়েছে পলেস্তারা
ভূমিকম্প আতঙ্কে ঢাবির তিন শিক্ষার্থী আহত, খসে পড়েছে পলেস্তারা

রাজধানীতে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা আলাদা ভবন থেকে দ্রুত নিচে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হন বলে জানা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর পায়ে গুরুতর আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হাজী মুহম্মদ মুহসীন হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮ ব্যাচের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের আরেক শিক্ষার্থীও আহত হয়েছেন।


বিজ্ঞাপন


14

ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ে। স্যার এ এফ রহমান হলের একটি কক্ষে জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীমউদ্দিন হল, স্যার এ এফ রহমান হল, মোকাররম ভবন, শেখ ফজলুল হক হল এবং শামসুন্নাহার হলের একটি ভবনে ফাটল দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। 

এসময় বিভিন্ন হলের শিক্ষার্থীরা দ্রুত নিচে নেমে আসে এবং ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ এবং উপকেন্দ্র ছিল ঢাকার কাছাকাছি এলাকায়।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর