মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়া। এবার ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। সম্প্রতি কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়াও।

স্থানীয় সময় সোমবার ভোর ৬টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ৪.৩ মাত্রায় ভূমিকম্প হয় আফগানিস্তানে। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। খবর হিন্দুস্তান টাইমসের


বিজ্ঞাপন


ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। এই সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। 

এনসিএস টুইট করে আরও জানায়, ৩৬ সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭.৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। এতে এখন পর্যন্ত ৩৪ হাজার মাুনষের মৃত্যু হয়েছে। লাখো মানুষ আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub