ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হলের চার তলা থেকে লাফ দিয়ে একজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকে আরও তিন জন শিক্ষার্থীও লাফ দিয়ে আহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এদের একজনের পা, একজনের কোমড় ভাঙার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে শুধু ঢাকায় না আশপাশের জেলাগুলোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
এদিকে ভূমিকম্পের তীব্র কম্পনে ঢাবির হলগুলো থেকে শিক্ষার্থীরা বেশিরভাগ নিচে মাঠের মধ্যে জড়ো হন। তবে কেউ কেউ আতঙ্কিত হয়ে বিভিন্ন তলা থেকে নিচে লাফ দিয়ে পড়েছেন। তখন আহত হওয়ার ঘটনা ঘটে। পরে দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যায় অন্য শিক্ষার্থীরা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদীর ১০ কিলোমিটার গভীরে। মূলত ইন্দো-বার্মা টেকটোনিক প্লেটের সংঘর্ষে এই ভূমিকম্পের সূত্রপাত হয়।
বিইউ/এফএ








































































































































































































































