তুরস্কে ভূমিকম্পের প্রায় পাঁচ দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর একটি বিধ্বস্ত পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে তাদের বের করা হয়। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি এমন তথ্য দিয়েছে।
শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে প্রথম ৭২ ঘণ্টায় অধিকাংশ (প্রায় ৯০ শতাংশ) জীবিতদের উদ্ধার করা যায়। এরপর যাদের উদ্ধার করা হবে তাদের বাঁচার সম্ভাবনা কম। ওই হিসাব অনুসারে বৃহস্পতিবার সকালে ভূমিকম্পের ৭২ ঘণ্টা পার হয়ে গেছে।
বিজ্ঞাপন
তবে উদ্ধার অভিযানের চতুর্থ ও পঞ্চম দিনের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষকে বের করে আনার অলৌকিক উদাহরণ এখনও পাওয়া যাচ্ছে।
— Mynet (@mynet) February 10, 2023
সিএনএন জানিয়েছে, তৃতীয় ভাইকে উদ্ধার করা হয়েছে এবং তাকে একটি থার্মাল কভারে মোড়ানো হয়েছিল। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
টিআরটি জানিয়েছে, উদ্ধারকারী দলটি ১১৭ ঘন্টা পর প্রথম ভাইকে এবং ১১৯ ঘন্টার সময় দ্বিতীয় ভাইকে উদ্ধার করে।
বিজ্ঞাপন
— Mike (@Doranimated) February 10, 2023
ধ্বংসস্তূপ থেকে সব ভাইকে বের করে আনার আগে উদ্ধারকারী দলটি হাতেই প্রদেশের প্রধান শহর আন্তাকিয়াতে ৯ ঘণ্টা ধরে কাজ করেছিল।
সূত্র : টিআরটি
এমইউ