শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমিকম্পে খেলা বন্ধ থাকার পর তাইজুলের জোড়া উইকেট 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১১:৫২ এএম

শেয়ার করুন:

ভূমিকম্পে খেলা বন্ধ থাকার পর তাইজুলের জোড়া উইকেট 

আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, ভূপৃষ্ঠ থেকে ১০ ‍কিলোমিটার গভীরে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। 

ভয়াবহ ভূমিকম্পের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে তীব্র মাত্রার এ ভূমিকম্পের প্রভাব পড়েছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাতেও। 


বিজ্ঞাপন


আজকের ভূমকিম্পে প্রবল ভাবে কেপেছে ঢাকা। ভূ–কম্পন অনুভূত হয়েছে শেরেবাংলা স্টেডিয়ামেও। প্রবল কাপুনির ফলে মাঠে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। এদিকে ভূমিকম্পের কারণে খেলা বন্ধ ছিল কিছুক্ষণ। 

এরপর খেলা আবার শুরু হলেই জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। খেলা পুনরায় শুরুর পর তিন বলের মধ্যে দুই উইকেট নেন তিনি। স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে ফিরিয়ে সাজঘরের পথ দেখান তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান, এখনো পিছিয়ে আছে ২৬৫ রানে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর