শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলালিংকে আউটগোয়িং কল ফ্রি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

বাংলালিংকে আউটগোয়িং কল ফ্রি!
বাংলালিংকে আউটগোয়িং কল ফ্রি!

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে ঢাকা। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্পে আত্মীয়-স্বজন, বন্ধ-বান্ধব ও পরিজনদের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। অপারেটরটির দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত আউটগোয়িং কল ফ্রি দিচ্ছে। 

বাংলালিংক


বিজ্ঞাপন


বাংলালিংক ডিজিটাল তাদের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, ‘আশা করি ভূমিকম্প থেকে সবাই নিরাপদে আছেন। আপনজনের খোঁজখবর নিতে আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত যেকোনো লোকাল নম্বরে ফ্রি কথা বলুন।
আপনার জন্যেই আমরা — বাংলালিংক।’

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর