শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎রাজধানীতে ভবনে ভবনে ফাটল, ভূমিকম্পের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

‎রাজধানীতে ভবনে ভবনে ফাটল, ভূমিকম্পের চিহ্ন

সাপ্তাহিক ছুটির দিন সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ঢাকার বংশাল এলাকায় ভবন ধ্বসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধ্বসে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। তবে, রাজধানীর বিভিন্ন এলাকায় পুরাতন ও নতুন ভবনগুলোর ফাটল বলছে কয়েক সেকেন্ডের ভূমিকম্প কতোটা তীব্র ছিল। বিভিন্ন এলাকায় ভবন ধ্বস ও হেলে পড়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের তীব্র কম্পনে মানুষ আতঙ্কে ঘরের বাইরে বের হয়ে পড়েন।


বিজ্ঞাপন


বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

‎‎পুরান ঢাকার বংশাল

‎রাজধানীর পুরান ঢাকার বংশালে কসাইতলী এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবন ধ্বসে তিন পথচারী নিহত হয়েছে। তবে, তাৎক্ষণিককভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


‎‎আরমানিটোলা

‎রাজধানীর পুরান ঢাকা আরমানিটোলা কসাইটুলি এলাকায় ৮ তলা ভবন ধ্বসে পড়েছে। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে কাজ করছে। ভবনের কোনো ক্ষতি হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি।

‎‎খিলগাঁও

‎খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেছে।

‎‎বারিধারা

‎বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসায় আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।

‎‎সূত্রাপুর

‎সূত্রাপুরের স্বামীবাগে ৮ তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে গেছে।

‎‎কলাবাগান

‎কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


‎বিইউ/একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর