শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

দেশে ফিরল তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

দেশে ফিরল তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের উদ্ধারকারী দল দেশে ফিরেছে। উদ্ধারকারী দলটিতে সেনাবাহিনীর ২৪ জন ছাড়াও ফায়ার সার্ভিসের ১২ জন, বিমানবাহিনীর ক্রু’র ১৪ জনসহ ১০ জন চিকিৎসক ছিলেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাহিনীর সি-১৩০ ফ্লাইটযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন তারা।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

>> আরও পড়ুন: তুরস্কে বিনামূল্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে বিমান

শাহজাহান শিকদার জানান, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার পর দেশে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। তেজগাঁও বিমানবন্দরে অবতরণকালে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়ে দেশে ফেরা উপলক্ষে আগামীকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিস্তারিত জানাবেন বলেও নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাতে ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের (আইএনএসএআরএজি) নীতিমালার আলোকে আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ তুরস্কে যায় বাংলাদেশের উদ্ধারকারী দল। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিমও প্রয়োজনীয় ওষুধ ছাড়াও চিকিৎসা সরঞ্জাম নিয়ে জরুরি চিকিৎসাসেবা দিতে দেশটিতে গিয়েছিল।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর