ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালের মধ্যে এটি সবচেয়ে তীব্র ভূমিকম্পগুলোর একটি।
ভূমিকম্প পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, মাটির ওপর কম্পনের যে তীব্রতা অনুভূত হয়েছে, তা বহু বছরের মধ্যে সবচেয়ে বেশি। একজন কাজের লোক বলছিল, গাছপালা যেমন দোলে, আজ ভবনগুলো ঠিক তেমনই দুলেছে।
বিজ্ঞাপন
তার মতে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা কম হওয়ায় কম্পন আরও তীব্রভাবে অনুভূত হয়।
আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে। তাদের ভাষ্যে, মাত্রা হিসেবে এটি মাঝারি ভূমিকম্প, কিন্তু কেন্দ্রস্থল রাজধানীর খুব কাছে হওয়ায় কম্পন অধিক অনুভূত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবন ধসে তিন পথচারী নিহত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
টিএই/এএস








































































































































































































































