শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমিকম্প ‘আল্লাহর সতর্কবার্তা’: তাওবার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্প ‘আল্লাহর সতর্কবার্তা’: তাওবার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

আজ সকালের ভূমিকম্পকে মহাপ্রলয়ের এক বড় সতর্কবার্তা আখ্যায়িত করে আল্লাহর দিকে ফিরে আসার জোরালো আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ। তাঁর ফেসবুক স্ট্যাটাসে এ ভূমিকম্পকে নিয়ে গভীর চিন্তা ও আত্মসমালোচনার প্রকাশ পেয়েছে।

তিনি লিখেছেন, ‘এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার।’ (সুরা হজ: ১)


বিজ্ঞাপন


ভূমিকম্পের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ মন্তব্য করেন, ‘ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ। আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।’

আরও পড়ুন: ফজরে ছিলেন তো? ভূমিকম্পের পর আত্মসমালোচনার ডাক আজহারীর

তিনি তাঁর অনুসারীদের সরাসরি সম্বোধন করে বলেন, ‘আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।’

তাঁর ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে গিয়ে তিনি উল্লেখ করেন, ‘আমাদের বাসার জায়গাটা বেলে মাটির এলাকা। বড় ট্র্যাক গেলেও কেঁপে ওঠে সব। সেখানে আজ যে কম্পন অনুভব করলাম, জীবনে কখনো এমন ভয়াবহ কম্পন অনুভব করিনি।’


বিজ্ঞাপন


শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে এই প্রাকৃতিক ঘটনা থেকে রূহানি ইঙ্গিত বুঝে নেওয়ার তাগিদ দিয়ে শেষ করেন, ‘কেন বার বার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে? কেন তাওবা ও আল্লাহর প্রতি রুজু হতে অপেক্ষা নয়, সেটা আরো একবার বুঝে আসল। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।’

আরও পড়ুন: তরুণ-তরুণী ও অভিভাবকদের উদ্দেশে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ভূমিকম্প-পরবর্তী সময়ে শায়খ আহমাদুল্লাহর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্যে একমত পোষণ করে নিজেদের আধ্যাত্মিক জীবন সংশোধনের ও প্রস্তুত হওয়ার অঙ্গীকার করেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর