শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানাল কর্তৃপক্ষ
ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এতে আইবিএ, ব্যবসায় শিক্ষা ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সময়মতো হবে কি না—এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শঙ্কা তৈরি হয়।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ভর্তি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ২২ নভেম্বর অনুষ্ঠিত জরুরি এসএমটি ও সিন্ডিকেট সভায় শুধু ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত হল সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।


বিজ্ঞাপন


ভর্তি কমিটির ঘোষিত সময়সূচি অনুযায়ী— ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা ও ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মুহাম্মদ ওসমান ইমাম বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীও তুলনামূলক কম, তাই সময়সূচি পরিবর্তনের প্রয়োজন নেই।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানও একই মত প্রকাশ করেন। তিনি বলেন, সভায় ভর্তি পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। হলগুলোর নিরাপত্তা পরীক্ষা এবং সংস্কারের জন্যই বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা আগের ঘোষিত তারিখেই হবে।

এম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর