ভারতের নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে জোরাল ভূমিকম্প। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ। দেশটি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ‘সোমবার ভোর ৫টা ৭ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়।’ এ প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো সম্পত্তির ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ ভূমিকম্পের সময় থরথর করে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকার মাটি। তবে এখনও পর্যন্ত সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বিজ্ঞাপন
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যানুসারে, ‘ভূমিকম্পটি সেখানকার ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল। ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জের পেরকা থেকে ২০৮ কিলোমিটার দূরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও এর কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
— National Center for Seismology (@NCS_Earthquake) March 6, 2023
তবে এখনও পর্যন্ত ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। শক্তিশালী ভূমিকম্পের কারণে আফটার শকের আশঙ্কাও রয়েছে।
এর আগে রোববার ভোরে ২.৫ মাত্রার এক ভূমিকম্পে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী কেঁপে ওঠে। পরপর দু‘টি কম্পনের পরে এ ভূমিকম্প হয়। সেখানকার এক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন। তার মতে, ‘সকাল ১২.৪৫ মিনিটে প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওই উত্তরকাশী জেলার ভাতওয়ারি এলাকার সিরর বন।’
বিজ্ঞাপন
সূত্র : ইন্ডিয়া টুডে
এমইউ