তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩৯৫টি বাড়ি দিয়েছে কাতার। এ বাড়িগুলো কন্টেইনারে তৈরি। জাহাজে করে এ বাড়িগুলো দক্ষিণ তুরস্কে পাঠানো হয়।
রোববার ইয়েনি শাফাক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘তুরস্কের হাতায় প্রদেশের ইস্কেন্দারুন বন্দরে কন্টেইনারে তৈরি বাড়িগুলো নিয়ে পৌঁছায় কাতারের জাহাজ। ওই দেশ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মোট ৩৯৬টি কন্টেইনার বাড়ি নিয়ে আসা হয়েছে। এ সময় কির্কলারেলির গভর্নর বিরল একিচি সাংবাদিকদের বলেন, তারা ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তখন তিনি এ পুননির্মাণ প্রক্রিয়ায় কাতারের সমর্থনের কথা তুলে ধরেন।’
বিজ্ঞাপন
এই অঞ্চলে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য কন্টেইনারে তৈরি বাড়িগুলোর গুরুত্ব তুলে ধরে ইকিসি বলেন, ‘কাতার ৬ ফেব্রুয়ারির জোড়া ভূমিকম্পের পর তুরস্কে মানবিক সহায়তা পাঠিয়েছে। এছাড়া ওই সময় তারা অনুসন্ধান ও উদ্ধারকারী দলও পাঠায়।’
কির্কলারেলির গভর্নর বলেন, ‘তারা সব সময় আমাদের সমর্থন করেছে, আমি এর জন্য আমাদের কাতারি ভাইদের ধন্যবাদ জানাতে চাই।’
তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বিন নাসের বিন জসিম আল-থানি বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক এবং সিরিয়ায় তার দেশের সহায়তা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সূত্র : ইয়েনি শাফাক
এমইউ