শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ভূমিকম্প: ইসরায়েলের সহযোগিতার প্রস্তাব ফেরাল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্প: ইসরায়েলের সহযোগিতার প্রস্তাব ফেরাল সিরিয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে, তিনি অনুরোধ পাওয়ার পর ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়ায় সাহায্য পাঠানোর অনুমতি দিয়েছেন। তবে দামেস্কের একজন কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেছেন।

নেতানিয়াহু তার লিকুদ পার্টির আইন প্রণেতাদের বলেন, ইসরায়েল সিরিয়ায় মানবিক সহায়তার জন্য কূটনৈতিক উৎস থেকে একটি অনুরোধ পেয়েছিল এবং আমি তা অনুমোদন করেছিলাম। সাহায্য শিগগিরই পাঠানো হবে।


বিজ্ঞাপন


কিন্তু সিরিয়ার একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, দামেস্ক ইসরায়েলের কাছে সাহায্যের অনুরোধ করার বিষয়ে যেটি বলা হচ্ছে সেটি সঠিক নয়। সিরিয়া কীভাবে এমন একটি সত্তার কাছে সাহায্য চাইতে পারে যেটি কয়েক দশক ধরে সিরিয়ানদের হত্যা করেছে?

সিরিয়ার সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং ১৯৪৮ সালে ইসরায়েল সৃষ্টির পর থেকে বেশ কয়েকটি যুদ্ধে লিপ্ত হয়েছে তারা।

নেতানিয়াহুর কার্যালয় সিরিয়াকে সাহায্য করার অনুরোধের উত্স সম্পর্কে আরও বিস্তারিত জানাতে অস্বীকার করেছে। ইসরায়েলি নেতা জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কেও দ্রুত মানবিক সহায়তা পাঠানো হবে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, অনুসন্ধান ও উদ্ধার বিশেষজ্ঞদের কয়েকটি দল তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে।


বিজ্ঞাপন


সূত্র: আরব নিউজ

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর