শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমিকম্প আতঙ্কে জবির ক্লাস-পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্প আতঙ্কে জবির ক্লাস-পরীক্ষা বন্ধ

দুই দিনের মধ্যে চার বার ভূমিকম্পের ঘটনায় আতঙ্কের পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার তীব্র ভূমিকম্পের পরদিন শনিবারও তিনবার কম্পনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রস্তুতিও চলছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস চালু থাকবে।

জকসু নির্বাচনের কার্যক্রম পূর্বনির্ধারিতভাবেই চলবে। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়ায় শিক্ষার্থীসহ সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে আমরা ক্লাস-পরীক্ষা আপাতত রোববার বন্ধ রাখছি।’

এএসএল/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর