ভয়াবহ ভূমিকম্পে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নিহত ও আহতদের পরিবারকে জরুরি ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত দুই শিশুসহ কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক এবং উৎপত্তিস্থল নরসিংদীসহ বিভিন্ন জেলায় তিনশ’র কাছাকাছি মানুষ আহত হয়েছেন।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভূমিকম্পে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এখন জরুরি। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। এ ধরনের দুর্যোগে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে। ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে সচেতন করার দায়িত্বও সরকারের। জামায়াত আমির আশা প্রকাশ করেন, ধৈর্য ও সাহসিকতার সঙ্গে জনগণ বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন।
টিএই/ক.ম








































































































































































































































