মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

'দয়া করে আমার বাবাকে বাঁচান'

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

loading/img
উদ্ধারকারী দল ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে

তুরস্ক এবং সিরিয়ায় মারাত্মক ভূমিকম্পের পর হাজার হাজার হতাহত মানুষকে উদ্ধারে অভিযান চলছে। এমন সময়ে মঙ্গলবার রাতে এক কিশোরীকে উদ্ধার করা হয়। কিন্তু, ওই মেয়েটি উদ্ধারকারী দলকে বলে, ‘দয়া করে আমার বাবাকে বাঁচান।’

বর্তমানে তুরস্কের কাহরামানমারাস শহরে আছেন আল-জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার। তিনি বলেন, পরিস্থিতি খুবই ‘নাটকীয়।’


বিজ্ঞাপন


এলাকার শত শত ধসে পড়া ভবনের একটির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘উদ্ধারকাজে ব্যবহৃত মেশিনগুলো অবিরত কাজ করছে। গর্ত খনন করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়া লোকদের কাছে যাওয়ার চেষ্টা করছে উদ্ধারকারীরা।’

তিনি আরও বলেন, গত রাতে একটি উদ্ধারকারী দল ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে। তার নাম ইপেক। মেয়েটি এখনও জীবিত।’

রেসুল সেরদার জানান, যখন উদ্ধারকারী দল তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়েছিল, তখন সে প্রথম যে কথাটি বলেছিল তা হলো, ‘দয়া করে আমার বাবাকেও বাঁচান।’ তার বাবা তার খুব কাছেই ছিলেন এবং তিনিও বেঁচে ছিলেন। পরে রাতে তার বাবাকেও ধ্বংসস্তূপ থেকে বের করা হয়। কিন্তু, দুর্ভাগ্যবশত ওই কিশোরীর পরিবারের অন্য দুই সদস্য বাঁচতে পারেননি।

সূত্র : আল-জাজিরা


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub