রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। সাপ্তাহিক ছুটির দিন সকালে এমন ঘটনায় রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে দ্রুত বাসার বাইরে বের হয়ে যান। অনেকে আবার নামতে না পেরে বাসার সিঁড়ি, পিলারের নিচে আশ্রয় খোঁজার চেষ্টা করেছেন।
এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীর অনেক মসজিদ থেকে আল্লাহ আকবর ধ্বনি দেন মুয়াজ্জিন। মসজিদের মাইকে দোয়া-মোনাজাত করতে শোনা যায়।
বিজ্ঞাপন
ভূমিকম্পের কারণে আতঙ্কিত অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কম্পনের ভয়াবহতার কথাও জানিয়েছেন তারা।
বিল্লাল হোসেন সাগর লিখেছেন, জীবনে এমন ভয় কখনো পাইনি। লিফটে উঠে ১১ তলার বাটন চাপলাম দরজা বন্ধ হওয়ার সাথে সাথে লিফট ডানে বামে ধাক্কা খাচ্ছে। প্রথমে ভাবলাম ১০ জনের লিফটে আমি একা বিদায় হালকা হওয়ার কারণে এমন হচ্ছে। পরে মাত্রা এতটাই ছিল যে দুই হাত দিয়ে ধরেও নিয়ন্ত্রণে রাখাটা কঠিন হয়েছে। মাঝখানে এক হাত দিয়ে একটা বাটন চেপে যে নামবো সেই সাহস হয়নি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।

ভূমিকম্পের পরপরই লক্ষ্মীবাজার নুরানি মসজিদ থেকে আযান দেওয়া শুরু করেন। পরে আল্লাহর কাছে মোনাজাতও করেন মুয়াজ্জিন।
বিজ্ঞাপন
মিরপুরের বাসিন্দা জাহিদা পারভেজ ছন্দা একটি পোস্ট করে লিখেছেন, ভূমিকম্প! এমন ঝাঁকুনি এর আগে কবে খেয়েছি মনে নাই। ভূমিকম্প থামার ২ মিনিট পরও ঝাড়বাতিটা এভাবে দুলছিলো।
মহাখালীর বাসিন্দা শ্রাবনী আক্তার নুপুর ভূমিকম্পের কথা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ভূমিকম্প হলো। ঢাকায় মহাখালী এলাকায় এমন কম্পন আমি কোনোদিন দেখিনি। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো।
>> আরও পড়তে পারেন
সাখাওয়াত হোসেন লিখেছেন, কী ভয়ানক পরিস্থিতি! ভূমিকম্পে থরথর করে কয়েক সেকেন্ড কেঁপেছে পুরো বিল্ডিং। মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে বিল্ডিং। ঢাকায় এমন ভূমিকম্প কখনও দেখা যায়নি।
রাজীব আহমেদ ফেসবুকে লিখেছেন, জীবনে দ্বিতীয় কী তৃতীয়বার ভূমিকম্প টের পেলাম। আমার মতো কুম্ভুকর্ণের ঘুম যেহেতু ভেঙে গেছে, তারমানে ভূমিকম্প শক্তিশালীই ছিল।
আরেফিন শাকিল ভূমিকম্পের তীব্রতার কথা তুলে ধরে লিখেছেন, রাস্তায় দাঁড়িয়ে দেখলাম, ভবনগুলো কীভাবে ঝাঁকুনি দিলো। সৃষ্টিকর্তা এই যাত্রায় বাঁচিয়ে দিলো, না হয় ঢাকায় আজ জানি কী হতো।
বিইউ/এএস








































































































































































































































