বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে গেলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে গেলেন এরদোয়ান
ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলো পরিদর্শনে গেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তিনি ওই মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন স্থানীয় গণমাধ্যম এমন তথ্য দিয়েছে।

কাহরামানমারাস বা মারাস শহরে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের আজকের সফরের কিছু খবর ও ছবি পাওয়া গেছে। সোমবার দ্বিতীয় যে মারাত্মক ভূমিকম্প সংঘটিত হয় তার কেন্দ্রস্থলে ছিলো ওই অঞ্চল। তুরস্কে আঘাত হানা প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এটা মাত্র ৪০ মাইল দূরে অবস্থিত।


বিজ্ঞাপন


এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান স্বীকার করেছেন যে ভূমিকম্পের সময় প্রাথমিক উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা ছিল। তবে তিনি এ কথাও জোর দিয়ে বলেছেন যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ‘তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বীকার করেছেন যে ভূমিকম্পের পর প্রথম দিনে সাড়া দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। কিন্তু, একই সময়ে তিনি তুর্কি জনগণকে ধৈর্য্য ধরতে এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, উদ্ধার অভিযানের সময় রাস্তাঘাট ও বিমানবন্দরে কিছু সমস্যা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে।

এরদোয়ান বলেন, নাগরিকদের শুধুমাত্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে মনোযোগ দেওয়া উচিত এবং "উস্কানিদাতাদের" উপেক্ষা করা উচিত। 


বিজ্ঞাপন


এ সময় তিনি প্রতিশ্রুতি দেন যে নতুন বাড়ি তৈরি করা হবে এবং কাউকে রাস্তায় ফেলে রাখা হবে না।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়।’

সূত্র : বিবিসি, আল-জাজিরা

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর