রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ঢাকা

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী দিল জামায়াত

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তুরস্কের প্রতিনিধির কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় দেশ ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজের জন্য সহযোগিতা করুন। আর অন্যায় ও গুনাহের কাজে সহযোগিতা করবেন না।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: তুরস্কে তিন হাজার প্যাডিং জ্যাকেট পাঠাচ্ছে আস-সুন্নাহ

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, বাংলাদেশের জনগণ হিসেবে ভ্রাতৃপ্রতিম তুরস্কের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের অল্পবিস্তর যাই ছিল, তাই নিয়ে আমরা দাঁড়িয়েছি। ভবিষ্যতে আমরা আরও সহযোগিতা নিয়ে দাঁড়াব।

একই সময় হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যারা বিভিন্ন জিনিসে চাপা পড়ে নিহত হন তারা শহীদের মর্যাদা পায়।

পরে ভূমিকম্পে নিহত ৩০ হাজারেরও বেশি মানুষের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ থেকে বিশ্বের মুসলিমদের হেফাজতের জন্য দোয়া কামনা করেন।


বিজ্ঞাপন


এমই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর