তুরস্কে ভূমিকম্পের বিপর্যয় কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন কাতারের আমির। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতি সহায়তার আহ্বান জানান। রোববার জাতিসংঘের এক সম্মেলনে তিনি ওই সাহায্য চান।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ‘স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় বিশ্বের বিভিন্ন দেশকে তিনি বলেন, ‘আমি আপনাদের সকলকে এই ভূমিকম্পের বিপর্যয়ের প্রভাবগুলো কাটিয়ে উঠতে তুরস্কের বর্তমান প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি।’
বিজ্ঞাপন
এছাড়া কাতারের শাসক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সিরিয়াকেও বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করা হয়।
তুরস্ক ও সিরিয়ার জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করে আল থানি বলেছেন, ‘তুরস্ক এবং সিরিয়ায় আমাদের ভাই ও বোনেরা তাদের ওপর আঘাত হানা ভয়ঙ্কর ভূমিকম্পের প্রভাবে ভুগছে। এমন সময়ে আমাদের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি বলেন, "আমি আমাদের ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণকে কোনো দ্বিধা ছাড়াই ব্যাপক সহায়তার বিষয়টি নিশ্চিত করতে চাই।"
কাতারের আমির বলেন, ‘আমি এই লোকদের সহায়তার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় বিস্মিত। আমি স্পষ্ট করে বলতে চাই যে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মানবিক বিপর্যয়কে সুযোগ হিসেবে নেওয়া একটি ভুল কাজ।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ৫-১৯ মার্চ দোহায় পঞ্চম এলডিসি সম্মেলন আয়োজন করেছে কাতার।
সূত্র : আনাদোলু এজেন্সি
এমইউ