শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীদের রাতভর অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ এএম

শেয়ার করুন:

ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীদের রাতভর অবস্থান
ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীদের রাতভর অবস্থান

বাধ্যতামূলক আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত এবং নিরাপদ আবাসনের বাস্তবসম্মত সমাধানসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

শনিবার (২২ নভেম্বর) রাতে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করলে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যায়।


বিজ্ঞাপন


তাদের অভিযোগ, ডাকসু নেতারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন না; বরং হঠাৎ নেওয়া সিদ্ধান্তের পেছনে তৃতীয় পক্ষের প্রভাব রয়েছে।

এর আগে, ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাবি বন্ধ ঘোষণা করে।

একই সঙ্গে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবাইকে অনুরোধ জানায় কর্তৃপক্ষ।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর