শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভূমিকম্পের মতো ঝুঁকি প্রতিরোধের বিষয়ে যা বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পের মতো ঝুঁকি প্রতিরোধের বিষয়ে যা বললেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

ভূমিকম্পের মতো অন্যান্য ভবিষ্যৎ দুর্যোগ ও তার ঝুঁকি প্রতিরোধে একটি নতুন মডেল তৈরি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানিয়েছেন, ‘গত মাসের বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণে ভবিষ্যৎ দুর্যোগের বিরুদ্ধে একটি নতুন "ঝুঁকির ঢাল" মডেল চালু করা হয়েছে। এ ক্ষেত্রে নতুন আবাসিক বাড়ি নির্মাণের জন্য তুরস্কে কিছু নিয়ম মানা হবে।’

ইস্তাম্বুলে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে, পার্লামেন্টের স্পিকার মুস্তফা সেন্টপ, যোগাযোগ পরিচালক ফাহরেটিন আলতুন এবং সরকারের মন্ত্রীরাসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এরদোয়ান বলেন, "আমরা দ্রুত নতুন ঘর ও থাকার জায়গা নির্মাণের কাজ শুরু করেছি। এর জন্য স্থল ও সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।" 


বিজ্ঞাপন


তুর্কি প্রেসিডেন্ট জানান, আজকের বৈঠকের লক্ষ্য হলো দুর্যোগ প্রতিরোধে তুরস্কের জাতীয় ঝুঁকি ঢাল মডেলের বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরি করা। তিনি বলেন, এই পদ্ধতি বা নতুন "ঝুঁকির ঢাল" মডেল তৈরি করার সময় দেশটি যে সকল বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে তার ওপর ভিত্তি করে সমস্ত বিপদ এবং হুমকি বিবেচনা করা হবে।

ডলমাবাহসে প্রেসিডেন্ট অফিসে তুরস্কের জাতীয় দুর্যোগ প্রতিরোধ সভায় ভাষণ দেওয়ার সময় এরদোয়ান বলেন, ‘একবার ভূমিকম্পের ক্ষয়-ক্ষতির মূল্যায়ন সম্পূর্ণ হয়ে গেলে বিধ্বস্ত অঞ্চলে কত নতুন বাড়ি নির্মাণ করা হবে তা স্পষ্ট হয়ে যাবে।’

তিনি জানান, ‘নতুন আবাসিক বাড়ি নির্মাণের জন্য তুরস্কে কিছু নিয়ম মানা হবে। যাতে করে এসব বাড়ি ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি প্রতিরোধ করতে পারে। বিশেষ করে শক্তভিত্তির ওপর এসব বাড়ি নির্মাণ করা হবে। এছাড়া নতুন ভবনগুলো নিচতলা থেকে তিন বা চারতলার বেশি উঁচু হবে না।’

সূত্র : ইয়েনি শাফাক


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর