ইরানের হামাদান প্রদেশে অবস্থিত একটি অসাধারণ পর্যটন আকর্ষণ আলী-সদর গুহা। বিশ্বের বৃহত্তম পানি গুহাগুলোর মধ্যে অন্যতম এই গুহাটি দেখে মুগ্ধ হয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি বিদেশি পর্যটকদের কাছে এর সৌন্দর্য আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম মেহর নিউজ এজেন্সি।
বিজ্ঞাপন
এতে বলা হয়, রোববার (০৬ এপ্রিল) গুহাটি পরিদর্শন যান বাংলাদেশি রাষ্ট্রদূত। তিনি এর অসাধারণ পর্যটন আকর্ষণ বিশ্বের দর্শকদের কাছে আরও ভালোভাবে তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন। তিনি পর্যটন কেন্দ্রটির প্রশংসা করে বলেন, ‘আমি বিশ্বের বিভিন্ন গুহা ভ্রমণ করেছি। তবে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আলী-সদর বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য এবং অনন্য পানি গুহা।’
মঞ্জুরুল করিম বলেন, এই প্রাকৃতিক বিস্ময়ের ব্যাপক প্রচারণা চালানো গেলে তা বাংলাদেশি পর্যটকদের ইরানে আকৃষ্ট করতে সহায়তা করবে।
বাংলাদেশি রাষ্ট্রদূত হামাদানের ঐতিহাসিক তাৎপর্যের প্রশংসা করেন। সেইসঙ্গে এর হাজার হাজার বছরের ঐতিহ্যের কথা উল্লেখ করেন।
পানিভরা পথের বিস্তৃত নেটওয়ার্কের জন্য পরিচিত আলী-সদর গুহা প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীকে আকৃষ্ট করে। এটি বিশ্বের বৃহত্তম পানি গুহাগুলির মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত হয়।
বিজ্ঞাপন
ইএ