দুনিয়ার সকল কৃত্রিম বুদ্ধিমত্তাকে টেক্কা দিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্রধান মার্ক জুকারবার্গ একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন তাদের সংস্থার নির্মিত এআই লামার অধীনে দুইটি নতুন মডেল উন্মোচন করা হয়েছে। এই মডেলগুলো হলো- লামা ৪ স্কাউট এবং লামা ৪ ম্যাভেরিক।
বিজ্ঞাপন
আগামী দিনে আরও দুইটি মডেল আনা হবে। শনিবার, মার্ক জুকারবার্গ নিজেই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এই সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি ভিডিওতে দুইটি লামা ৪ মডেল সম্পর্কে তথ্য দিয়েছেন। ফেসবুক প্রধান দাবি করছেন, মেটা গুগলের জেমিনি এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ৪০ কে টেক্কা দিতে সক্ষম।
একাধিক বিন্যাস প্রক্রিয়া করতে পারে লামা এআই
মেটার লামা একটি মাল্টিমডাল এআই সিস্টেম। এই সিস্টেমটি পাঠ্য, ভিডিও, চিত্র এবং অডিও ইত্যাদিসহ বিভিন্ন ডেটা প্রক্রিয়া করতে পারে এবং বিষয়বস্তুকে এই ফর্ম্যাটে রূপান্তর করতে পারে।

বিজ্ঞাপন
মার্ক জাকারবার্গ জানিয়েছেন, লামা ৪ স্কাউট এবং লামা ৪ ম্যাভেরিক এখন পর্যন্ত সবচেয়ে উন্নত মডেল। তিনি আরও বলেন, এই দুইটি মডেলই হবে ওপেন সোর্স সফটওয়্যার। তার ভিডিওতে তাকে আসন্ন মডেলদের নিয়েও উচ্ছ্বসিত দেখা যাচ্ছে।
শুধু তাই নয়, কোম্পানি একটি লামা ৪ বিহেমথ প্রস্তুত করছে, যাকে এখন পর্যন্ত সবচেয়ে স্মার্ট লামা (এআই মডেল) মডেল বলে দাবি করা হচ্ছে এবং নতুন মডেল আনতেও সহায়ক প্রমাণিত হতে পারে।
মেটা এআই সম্পর্কিত আরও পরিকল্পনা
মেটা এআই সম্পর্কিত আরও অনেক পরিকল্পনা করছে, যার জন্য এটি এই বছর ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। মার্ক জুকারবার্গ নিজেই দুই আসন্ন লামা মডেলের তথ্য দিয়েছেন।
এজেড

