রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন নিয়ে সিদ্ধান্ত ঈদের পর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন নিয়ে সিদ্ধান্ত ঈদের পর

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কীভাবে স্থায়ী পুনর্বাসন করা যায়, সে বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে অস্থায়ীভাবে চৌকি বিছিয়ে ব্যবসায়িক কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


মেয়র তাপস বলেন, বঙ্গবাজারে ৩ হাজার ৮৪৫ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সকলে বসার সুযোগ পাবে। সকলের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে বসে ব্যবসা পরিচালনা করতে পারবে।

দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় ব্যবসায়ীরা দ্রুত ঘুরে দাঁড়াবে। আগে যেভাবে ব্যবসা করত সেভাবে ভাগ করে দেওয়া হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে পরিবারের মতো পাশে দাঁড়ানোয় সবাইকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, এটাই হলো বাঙালি জাতির সবচেয়ে বড় ঐক্যের জায়গা। আমরা একে অপরের পাশে দাঁড়াই। একে অপরকে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

এ সময় সিটি করপোরেশন সহায়তা তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন মেয়র তাপস।


বিজ্ঞাপন


বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর