রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

বঙ্গবাজারের আগুনে আহত ফায়ার সার্ভিসের ৪ কর্মী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১১:১৮ এএম

শেয়ার করুন:

বঙ্গবাজারের আগুনে আহত ফায়ার সার্ভিসের ৪ কর্মী

পাঁচ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো নেভানো যায়নি রাজধানীর বঙ্গবাজারের আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। তাদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঢাকা মেইলকে বলেন, আমাদের সকল লোকজন ভেতরে আসলে সঠিক তথ্য জানাতে পারবে। এই মুহুর্ত পর্যন্ত আমাদের চার কর্মী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত কর্মীদের নাম জানাতে পারেননি তিনি।


বিজ্ঞাপন


আহত চারজন ফায়ার সার্ভিসের কর্মীদের মধ্যে একজন নাম সঞ্জয় বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন রাখতে হানিফ ফ্লাইওভারের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রাফিক লালবাগ বিভাগের লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস বলেন, হানিফ ফ্লাইওভার ওঠানামার অংশটুকু বঙ্গবাজারের পাশে হওয়ায় দুইপাশই বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের ওপর যানবাহন ইনকামিং-আউটগোয়িং দুটিই বন্ধ রাখা হয়েছে।

ডব্লিউএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর