রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

বঙ্গবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

বঙ্গবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি।

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন ঢাকা মেইলকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


পুলিশের এই কর্মকর্তা জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদর দফতর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের ওপরও হামলা করা হয়। ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

>> আরও পড়ুন: এ ক্ষতি কি পূরণ হবে?

হামলায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন।

এদিকে, অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা দেওয়া ছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যদের ওপর হামলা ও সদর দফতরে ভাঙচুরের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়েরের কথা রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বংশাল থানায় ফায়ার সার্ভিস বাদী হয়ে ওই মামলা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।


বিজ্ঞাপন


এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

কেআর/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর