রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গেছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ ঢাকা মেইলকে জানান, সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগে। দ্রুত আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রায় তিন দিন পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
সেদিন বঙ্গবাজার মার্কেটের পাশে থাকা বরিশাল প্লাজাতেও আগুন লেগেছিল। তবে সেই আগুন তেমনটা ছড়াতে পারেনি।
বিজ্ঞাপন
আজ সকালে বরিশাল প্লাজায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কেআর/এমআর












































































































































