সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর বঙ্গবাজারে। এখানকার এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটি আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। খুবসকালে হওয়ায় এখানকার কাপড় ব্যবসায়ীরা কেউ দোকানে ছিলেন না।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৩০ ইউনিট কাজ করছে। সংস্থাটি বলছে, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে তারা।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও আমাদের কাছে আসেনি। এদিকে সকালে সড়কে খুব একটা যান চলাচল না করলেও পুরো এলাকায় সব ধরণের যানবাহন চলা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিইউ/এমআর












































































































































