রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

ছবিতে বঙ্গবাজারের আগুন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১০:২৯ এএম

শেয়ার করুন:

ছবিতে বঙ্গবাজারের আগুন

দীর্ঘ ৪ ঘণ্টা পেরলেও এখনো নেভেনি রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুন। ইতোমধ্যেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। সেই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী ছাড়াও বিজিবির ফায়ার ইউনিট। একনজরে ছবিতে দেখে নিন বঙ্গবাজারে লাগা আগুনের ভয়াবহতা।

Fireআগুনের খবর পেয়ে ভোর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে নির্দেশনা অনুযায়ী একে একে ঢাকার সব স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।


বিজ্ঞাপন


Fireআগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করতে শুরু করেন। পরে তাদের সরাতে কাজ করে পুলিশ। পাশাপাশি আশপাশের মসজিদের মাইকে তাদের সরে যেতে ঘোষণা দেওয়া হয়।

Fireবঙ্গবাজারের আদর্শ হকার্স মার্কেট, মহানগরী ও বঙ্গ গুলিস্তান নামে তিনটি অংশের দোকানে কয়েক হাজার দোকানি ঈদের জন্য নতুন নতুন কাপড়ের কালেকশন মজুদ রেখেছিলেন। স্বপ্ন দেখেছিলেন ভালো বেচা-বিক্রির। কিন্তু মঙ্গলবার সকালের এক অগ্নিকাণ্ডে সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

Fireবাতাসের কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ভয়াবহ এই আগুনে এরইমধ্যে শত শত দোকান।

Fireবঙ্গবাজারের আগুন ছড়িয়েছে আশপাশের ৪ ভবনে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।


বিজ্ঞাপন


Fireআগুনের ঘটনায় ধোঁয়ার আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। সেই সঙ্গে বাতাসের ফলে ক্রমেই বাড়ে আগুনের তীব্রতা।

Fireআগুনের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের এলাকার মানুষ। পরে উৎসুক জনতাকে সরাতেও বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

Fireহাতিরঝিল থেকে পানি নিয়ে আগুন লাগা মার্কেটে ওপর থেকে ছিটাচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর