রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

‘আল্লাহর দোহাই আমাদের কাজ করতে দেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

‘আল্লাহর দোহাই আমাদের কাজ করতে দেন’

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। তাদের সরাতে বেশ বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ অনেকেই কাজ করছেন আগুন নেভাতে। তবে ঘটনাস্থলে হাজার হাজার মানুষের ভিড় থাকায় আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে এমন পরিস্থিতি দেখা যায়। এ সময় মাইক হাতে নিয়ে দায়িত্বরতরা সবাইকে অনুরোধ করলেও উৎসুক জনতাকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


বিজ্ঞাপন


Fireএকই সময় মাইকে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘোষণা দিতে শোনা যায়- ‘আল্লাহর ওয়াস্তে সবাই চলে যান, আমাদের কাজ করতে দেন। আপনারা না সরলে ব্যবস্থা নেব। কাজের চেয়ে অপ্রয়োজনীয় লোক বেশি ভিড় করছেন কেন। অপ্রয়োজনীয় লোক সরে যান এখান থেকে।’

মঙ্গলবার ভোর ৬টার দিকে গুলিস্তানের বঙ্গবাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। এর পাশেই ফায়ার সার্ভিসের সদর দফতর হওয়ায় সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ৬টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। পরে পানির সংকট ও তীব্র বাতাসের ফলে তীব্রতা বাড়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

Fireদুপুর সাড়ে ১২টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা পেরলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে দোতলা টিনশেড মার্কেটটি পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। সেই সঙ্গে বঙ্গবাজারের এই মার্কেটের পাশে থাকা এনেক্সকো বিল্ডিংয়েও আগুন ছড়িয়ে পড়েছে।

এদিকে, চোখের সামনে দোকানের মালামাল পুড়ে ছাই হওয়ার কষ্ট সহ্য করতে না পেরে বারবার আগুনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর পাশাপাশি ব্যবসায়ীদেরও ধরে রাখতে হচ্ছে।


বিজ্ঞাপন


এআইএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর