রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

আজ থেকে পুরোদমে ব্যবসা চলবে বঙ্গবাজারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০১:২২ পিএম

শেয়ার করুন:

আজ থেকে পুরোদমে ব্যবসা চলবে বঙ্গবাজারে

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঈদের মার্কেট ধরতে পারেন, সে লক্ষ্যে আজ থেকে চৌকি বিছিয়ে অস্থায়ীভাবে ব্যবসা শুরু হয়েছে। তবে ক্ষতি পুষিয়ে উঠতে আজ থেকেই পুরোদমে বঙ্গবাজারে ব্যবসা চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ এপ্রিল) দুপরে আনুষ্ঠানিকভাবে চৌকি বিছিয়ে বঙ্গবাজারে ব্যবসা পরিচালনার কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কীভাবে স্থায়ী পুনর্বাসন করা যায়, ঈদের পর ব্যবসায়ীদের সঙ্গে বসে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে।

Bongobazarমেয়র তাপস বলেন, সবার সহযোগিতায় ব্যবসায়ীরা দ্রুত ঘুরে দাঁড়াবে। আগে যেভাবে ব্যবসা করত সেভাবে ভাগ করে দেওয়া হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে পরিবারের মতো পাশে দাঁড়ানোয় সবাইকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, এটাই হলো বাঙালি জাতির সবচেয়ে বড় ঐক্যের জায়গা। আমরা একে অপরের পাশে দাঁড়াই। একে অপরকে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই।


বিজ্ঞাপন


এ দিন অনুষ্ঠানে বক্তব্যকালে ক্ষতিগ্রস্তদের ২ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন মেয়র তাপস।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর