রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

ভয়াবহ হচ্ছে বঙ্গবাজারের আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৭:৫৪ এএম

শেয়ার করুন:

ভয়াবহ হচ্ছে বঙ্গবাজারের আগুন

সময় যত গড়াচ্ছে রাজধানীর বঙ্গবাজারে আগুনের ভয়াবহতা ততই বাড়ছে। দমকল বাহিনীর ৪১টি ইউনিট একসঙ্গে কাজ করলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সময় যত বাড়ছে ততই পুড়ছে নতুন নতুন দোকান।

রাজধানীর সবচেয়ে বড় কাপড়ের পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে খ্যাত বঙ্গবাজারে সকালে আগুন লাগার পরই আশপাশের সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে ওই এলাকার আশপাশে উৎসুক মানুষ ভিড় করছেন।


বিজ্ঞাপন


অগ্নিকাণ্ডের কথা জানিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পেয়েছি। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বর্তমানে ৩৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর