রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

বঙ্গবাজারে আগুন: পুরো এলাকায় যান চলাচল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

বঙ্গবাজারে আগুন: পুরো এলাকায় যান চলাচল বন্ধ

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর বঙ্গবাজারের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। সেই সঙ্গে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সবমিলিয়ে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও আমাদের কাছে আসেনি।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর