রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

টিম বাড়াচ্ছে ফায়ার সার্ভিস, ঘটনাস্থলে যাচ্ছে ঢাকার সব ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

টিম বাড়াচ্ছে ফায়ার সার্ভিস, ঘটনাস্থলে যাচ্ছে ঢাকার সব ইউনিট

বঙ্গবাজারে কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে একে একে বাড়ানো হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট। শুরুর দিকে ৩০টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। বর্তমানে ৩৪টি ইউনিট কাজ শুরু করেছে আগুন নেভাতে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হচ্ছে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা বাড়তেছে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, প্রয়োজন হলে সব ইউনিট কাজ করবে, না হলে চলে আসবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থলের ঠিক পাশেই ফায়ার সার্ভিসের সদর দফতর। যে কারণে সহজে ও দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করতে পেরেছেন।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর