রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

ভোক্তার একদিনের বেতন যাবে আগুনে ক্ষতিগ্রস্তদের তহবিলে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

ভোক্তার একদিনের বেতন যাবে আগুনে ক্ষতিগ্রস্তদের তহবিলে

ভয়াবহ অগ্নিকাণ্ডে পথে বসে যাওয়া রাজধানীর বঙ্গবাজারের ক্ষ‌তিগ্রস্ত ব্যবসায়ী‌দের সহযোগিতার জন্য ব্যাংক অ্যাকাউন্ট চালু করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান চাইলে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। নিঃস্ব হয়ে যাওয়া এই ব্যবসায়ীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো সরকারি তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মা‌লিক সমি‌তির সভাপ‌তি হেলাল উদ্দিন।


বিজ্ঞাপন


শনিবার (০৮ এপ্রিল) বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ভোক্তা অধিদফতরের মহাপরিচালক আমাকে ফোন করে জানিয়েছেন, অধিদফতরের সবার একদিনের বেতন ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে। কীভাবে টাকা দেবেন জানতে চেয়েছিলেন। আমি জানিয়েছি ব্যাংক অ্যাকাউন্টের কথা।

এসময় দোকান মালিক সমিতির সভাপতি বলেন, আগুনের ঘটনার পর দেশ-বিদেশ থেকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস পেয়েছি। আমাদের সহায়তার এ টাকা দোকান মালিক পাবেন না, টাকা পাবেন প্রকৃত ব্যবসায়ীরা, যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। দোকানের লোহালক্কড় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। সেই টাকাও অ্যাকাউন্টে যাবে। পরে এক চেকের মাধ্যমে সব টাকা মেয়রের কাছে জমা হবে। সেখান থেকে ব্যবসায়ীদের দেওয়া হবে।

গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট দীর্ঘসময় আগুন নেভানোর কাজে অংশ নেয়।


বিজ্ঞাপন


শেষ পর্যন্ত ৭৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিভে গেলেও কিছু রেখে যায়নি স্মরণকালের ভয়াবহ এই আগুন। সব কিছু পুড়িয়ে ব্যবসায়ীদের নিঃস্ব করে থেমে যায় আগুন।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর