রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

বঙ্গবাজারে ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

বঙ্গবাজারে ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন। 


বিজ্ঞাপন


মো. জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) তিন প্লাটুন ও অঙ্গিভূত আনসারের তিন প্লাটুন সদস্য বঙ্গবাজারে পাঠানো হয়েছে। 

fire

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) ভোর ৬টার দিকে গুলিস্তানের বঙ্গবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পাশেই ফায়ার সার্ভিসের সদর দফতর হওয়ায় সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় অর্থাৎ ৬টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে পানির সংকট ও তীব্র বাতাসের ফলে আগুনের তীব্রতা বাড়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

সবশেষ দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণ আসে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এতে আর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


বিজ্ঞাপন


কেআর/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর