রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

৭৫ ঘণ্টা পর নিভল বঙ্গবাজারের আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৩, ১১:৪০ এএম

শেয়ার করুন:

৭৫ ঘণ্টা পর নিভল বঙ্গবাজারের আগুন

রাজধানীর বঙ্গবাজারের আগুন লাগার ৭৫ ঘণ্টা পর পুরোপুরি নেভানোর ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আগুন নেভানো সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঢাকা মেইলকে বলেন, বঙ্গবাজারের আগুন আজ (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে বঙ্গবাজারে আগুন লাগে। ভয়াবহ আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটের দোকান পুড়ে যায়। এছাড়া পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছিল আগুন। ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরিভাবে আগুন নেভাতে সময় লেগেছে ৭৫ ঘণ্টা। 

কেআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর