রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

বাতাসে বাড়ছে আগুন, পানির জন্য হাহাকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

বাতাসে বাড়ছে আগুন, পানির জন্য হাহাকার

আগুন লাগার দুই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বঙ্গোবাজারের আগুন। ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট আপ্রাণ চেষ্টা করলেও আগুন নেভাতে পারছে না। উল্টো বাতাসের কারণে আগুন বাড়ছে। ওই এলাকায় দেখা দিয়েছে পানির স্বল্পতা।

বঙ্গোবাজারের এক ব্যবসায়ী জানান, ‘সকালে কখন কোন দিক দিয়ে আগুন লেগেছে, তা আমি বুঝতে পারিনি। আমার ভাই ফোন দিলে আমি দ্রুত এসে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। এমন অবস্থা দেখে আমি বাকরুদ্ধ হয়েছি।’


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। চতুর্দিক থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। পানির সংকট দেখা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকেও পানি আনতে দেখা গেছে দমকল বাহিনীর কর্মীদের।

fire-1

ছেলে, মেয়েদের প্যান্ট, শার্টসহ কাপড়ের জন্য ঢাকার বিখ্যাত বঙ্গবাজারের মার্কেটটিতে ভোরে আগুন লাগে। এতে কয়েক শ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আসছে ঈদকে কেন্দ্র করে সব দোকানেই মজুত করে রাখা হয়েছিল বিপুল কাপড়। আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয় করছেন ব্যবসায়ীরা। এতে পথে বসার আশঙ্কা করছেন তারা।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর