সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা হচ্ছে

রাজধানী বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তালিকায় নাম দেওয়ার জন্য ব্যবসায়ীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ফায়ার সার্ভিস অধিদফতরের সামনে এমন দৃশ্য দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, সকাল থেকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি।


বিজ্ঞাপন


এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ক্ষতিপূরণের দাবিতে বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, তাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। 

ব্যবাসয়ীরা জানান, আদর্শ হকার্স মার্কেট, মহানগরী ও বঙ্গ গুলিস্তান- এই তিন অংশ মিলেই বঙ্গবাজার। প্রায় ২২ হাজার বর্গফুটের এই মার্কেটে ৫ হাজারের বেশি ছোট-বড় দোকান রয়েছে। ইতোমধ্যে সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কেআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর