বিভিন্ন ধরনের কাপড়ের পাইকারি মার্কেট হিসেবে পরিচিত বঙ্গবাজার। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সেখানে ৪ থেকে ৫ হাজার দোকান রয়েছে। পুরো বঙ্গবাজারে জ্বলছে। ভয়াবহ আগুনের লেলিহান শিখা এখনও অনেকটা নিয়ন্ত্রণহীন। চারপাশে আহাজারি করছে ব্যবসায়ীরা।
ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনা ও বিমানবাহিনী। তবে সেখানে পানির পর্যাপ্ততা না থাকায় বিপাকে পড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ইউনিটকে সেখানে যাওয়ার অনুরোধ করে। এরপর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটারদের প্রথম ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে আমাদের বিভিন্ন ইউনিটকে সেখানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এখন পর্যন্ত আমাদের ৪১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া একের পর এক ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
বঙ্গবাজার মার্কেটের আগুন আস্তে আস্তে আশপাশে ছড়িয়ে পড়ছে। তিন তলা মার্কেটের কিছু অংশ পুড়ে একেবারে ভস্ম হয়ে গেছে ইতোমধ্যে।
বিজ্ঞাপন
আহাজারি করা একজন বলেন,আমি শুনছি পৌঁনে ছয়টার দিকে। তখন অল্প একটু আগুন ছিল। এখন বাড়তে বাড়তে এই অবস্থায় এসেছে।
তিনি জানান, আমার দুটো দোকান। সেখানে ১৭ লাখ টাকা মালামাল ছিল। এখন কিছুই নেই। সব একেবারে পুড়ে গেছে।

আরেক ব্যবসায়ী জানান, রমজানের কারণে সকালে সবাই ঘুমাচ্ছিলাম। আগুনের খবর পেয়ে এসে দেখি সব শেষ।
এক জন জানান, সেখানে আমার তিনটা দোকান ছিল। ২৪ বছর ধরে আমি ব্যবসা করছি। ৪০ লাখ টাকার মাল ছিল। সব শেষ। আমি কাঁদতে ভুলে গেছি।
একজন হাউমাউ করে কেঁদে বলেন, আমার মামা, খালাতো ভাইয়ের ও আত্মীয়দের মিলিয়ে দুই শতাধিক দোকান আছে। সবার একমাত্র আয়ের উৎস এটি। সব পুড়ে গেছে। কিছুই নেই। সব শেষ।
একে












































































































































