রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

ঘন ঘন অগ্নিকাণ্ডে আমরা শঙ্কিত: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

ঘন ঘন অগ্নিকাণ্ডে আমরা শঙ্কিত: মেয়র তাপস

ঘন ঘন অগ্নিকাণ্ড নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ব্যারিস্টার মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি জানিয়েছেন, বঙ্গবাজারে যে মার্কেটে আগুন লেগেছে সেই মার্কেটটি ঝুঁকিপূর্ণ জানিয়ে ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল। তবে হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এক্ষেত্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে যা যা করণীয় সব করা হয়েছে বলে জানান মেয়র।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড নিয়ে করপোরেশনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তাপস বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘন ঘন আগুনের ঘটনা ঘটছে, তা নিয়ে আমরা শঙ্কিত। অগ্নিকাণ্ডটা সকালে হওয়ার পরপরই আমাদের সকল সংস্থা একত্রে কাজ করেছে। ফলে প্রাণহানি হয়নি।’

rrr

সিটি করপোরেশন পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ মার্কেট বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়নি কেন এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা চাইলেও মার্কেট বন্ধ করার উদ্যোগ নিতে পারি না। মামলার পর হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। আমাদের যে আঞ্চলিক এবং কেন্দ্রীয় কমিটি রয়েছে তা চিহ্নিত করে সচেতন করি। আমাদের বন্ধ করে দেওয়ার সুযোগ নেই।’

মার্কেটটি ঝুঁকিপূর্ণ ছিল জানিয়ে মেয়র বলেন, ‘বঙ্গবাজার মার্কেটটি ২০১৯ সালে করপোরেশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিলে সে সময় মার্কেট সমিতি নতুন ভবন নির্মাণ স্থগিতাদেশ চেয়ে হাইকোর্ট রিট করে এবং হাইকোর্ট স্থগিতাদেশ দেন। যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি অনুরোধ করবো- যেসব জায়গা এরইমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো এখন থেকে যেন ব্যবহার না করা হয়। কোথায় কখন দুর্ঘটনা হয় বলা যায় না। এক্ষেত্রে যারা এসব ঝুঁকিপূর্ণ ভবন ব্যবহার করছেন তারা ছেড়ে যাবেন।’


বিজ্ঞাপন


সব সংস্থার সমন্বিত কাজের কারণে ক্ষতি কম হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘আগুন আরও ছড়িয়ে যেতে পারত। ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হতেন যদি আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই একত্রে কাজ না করতেন। আগুন কোনো সীমারেখা মানে না। নগরভবনে পাশের পুলিশ হেডকোয়ার্টারেও আগুন চলে আসছিল। আমাদের সিটি করপোরেশনের যতপ্রকার সহযোগিতা প্রয়োজন ছিল আমরা দিয়েছি।’

ডিএইচডি/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর