রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

বালু ছিটিয়ে ব্যবসায়ীর আগুন নেভানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

বালু ছিটিয়ে ব্যবসায়ীর আগুন নেভানোর চেষ্টা

রাজধানীর বঙ্গবাজার মার্কেটসহ আশপাশে মার্কেটে লাগা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ভয়াবহ আগুন নেভাতে তাদের সঙ্গে কাজ করছেন ব্যবসায়ী থেকে শুরু করে অনেক পথচারীও। আগুন নেভানোর কাজে পানি না পেয়ে অনেকে বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কিন্তু এতো চেষ্টা করেও এখন পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা যায়, অনেকে পলিথিনে বালু ভর্তি ব্যাগ নিয়ে আগুনে ছিটাচ্ছেন। আজহার নামে এক দোকান মালিককেও হাতে বালু ছিটিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে দেখা যায়।


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে আজহার বলেন, ‘আগুন যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে আল্লাহ না চাইলে তা আনা সম্ভব নয়। তাই আল্লাহর নাম নিয়ে বালু দিচ্ছি। আল্লাহ চাইলে সব সম্ভব।’

মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন লাগে। ব্যবসায়ীরা বলছেন সেখানে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার দোকান ছিল। ভয়াবহ আগুনে সব দোকান ভস্ম হয়ে গেছে। মাটিতে মিশে গেছে পুরো মার্কেট।

ডিএইচডি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর