রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

অগ্নিকাণ্ডের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

অগ্নিকাণ্ডের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা 

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর বঙ্গবাজারের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগুন নেভানোসহ সার্বিক বিষয় সংশ্লিষ্টদের নির্দেশনাও দিচ্ছেন।

মঙ্গলবার ( ৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার জানিয়েছেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসে প্রধানমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা মনিটরিং করছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট। এরই মধ্যে সেখানে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর এবং ৩টি হেলিকপ্টার। বেলা ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এ ঘটনায় সার্বিক খোঁজখবর রাখছেন ও সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর