রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

এনেক্সকো টাওয়ারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্যক্রম স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

এনেক্সকো টাওয়ারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্যক্রম স্থগিত

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এনেক্সকো টাওয়ারে অবস্থিত বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ফুলবাড়িয়া শাখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে বঙ্গবাজার পুরোপুরি পুড়ে গেলেও এনেক্সকো টাওয়ারে তুলনামূলক ক্ষয়ক্ষতি কম হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ফুলবাড়িয়ার শাখাটি এই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। ফলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকিং কার্যক্রম আবারও সচল হবে।


বিজ্ঞাপন


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা আজম খান জানিয়েছেন, ব্যাংকের ফুলবাড়িয়া শাখার কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে মার্কেট ক্ষতিগ্রস্ত হওয়ায় শাখাটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। যেহেতু অনলাইন ব্যাংকিং আছে, তাই যেকোনো শাখা থেকে গ্রাহক সেবা নিতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবারও ফুলবাড়িয়া শাখার কার্যক্রম পরিচালনা করব।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর