সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ফায়ার সার্ভিসের সদর দফতরে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দফতরের পশ্চিম গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস সদর দফতরে হামলার বিষয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন যে সেখানে হাজার হাজার লোক ছিলো। আমরা খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যারা হামলায় জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

fire

আইজি বলেন, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের সদস্যরাও কাজ করেছেন। আমাদের পক্ষ থেকে দুই লাখ লিটার পানি সরবরাহ করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের দুই হাজার ফোর্স উপস্থিত ছিলো। আমরা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছি। 

চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, আমাদের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা সমন্বয় করে কাজ করছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 


বিজ্ঞাপন


পুলিশ সদর দফতরের একটি ভবন পুড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ সদর দফতরের পাঁচ তলার একটি ব্যারাক পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। মালামাল পুড়ে গেছে। এছাড়াও ডিএমপির এক্সচেঞ্জ পুড়ে গেছে। 

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর