শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বেজমেন্টে ওয়াসার লাইনের ৪ ফুট পানি, উদ্ধারকাজে ব্যাঘাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

বেজমেন্টে ওয়াসার লাইনের ৪ ফুট পানি, উদ্ধারকাজে ব্যাঘাত

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের বেজমেন্টে ওয়াসার পানির লাইন থেকে পানি এসে ভরে গেছে। ফলে উদ্ধার অভিযানে ব্যাঘাত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের উপাধ্যক্ষ আনোয়ারুল হক।


বিজ্ঞাপন


তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে ওয়াসার পানির লাইন রয়েছে এখানে, যার কারণে পানি ভরে যাচ্ছে। বেজমেন্টে ৩ থেকে ৪ ফুট পানি জমে গিয়েছে। আমাদের পাম্প দিয়ে পানি অপসারণ করছি। ওয়াসাকে বলেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।

গত মঙ্গলবার ভবনটিতে বিস্ফোরণের পর বুধবার পর্যন্ত উদ্ধার অভিযান শেষ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ঝুঁকিপূর্ণ ভবনটির বেজমেন্টে উদ্ধার অভিযান চালাতে প্রয়োজন শোরিং মেশিন, যা ফায়ার সার্ভিসের কাছে নেই।

বৃহস্পতিবার উদ্ধারকাজে কোনো ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা বালতিতে করে বেজমেন্টের পানি অপসারণ করছেন। ভবনের ভাঙা অংশেও জমা পানি বালতিতে ভরে বের করে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গত মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। পরে সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।


বিজ্ঞাপন


বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঘটনার দিন রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এরপর বুধবার আবারও দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ চলে। এদিন বিকেলে ভবনের বেজমেন্ট থেকে দুই জনের মরদেহ উদ্ধার করায় বুধবার রাত পর্যন্ত ওই বিস্ফোরণের ঘটনায় ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. মুসা (৪৫) নামে একজনের মৃত্যু হয়।

এছাড়াও আজ দুপুরে নিখোঁজ মেহেদি হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ীর বজরা এলাকায়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর